Header Ads

Header ADS

ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সমস্যা :

ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের প্রচুর সম্ভাবনা থাকলেও কয়েকটি সমস্যার কারণে খুব কম পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়| সমস্যা গুলি হল-(১) ভারতের জলবিদ্যুৎ প্রকল্প গুলির দুর্গম অঞ্চলে অবস্থিত বলে সেখান থেকে ভগো কেন্দ্র নিয়ে যেতে প্রচুর ব্যয় সাপেক্ষ হয়|(২) ভারতে,বিশেষত দক্ষিণ ,পশ্চিম ভারতের নদীগুলি অনিত্যবহ, সারা বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় না(৩) অর্থ সংকটের কারণে  সর্ব এ সম্ভাবনা থাকা ভূমিকম্প  পবন বলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও অবস্থিত কেন্দ্র অসুবিধা দেখা যায় বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা সম্ভব হয় না|(৪) বেশ কিছু স্থান ভূমিকম্প প্রবল বলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও অবস্থিত কেন্দ্র অসুবিধা দেখা যায়|(৫) জনবহুল দেশ বলে ভারতে জলাধারা নির্মাণের ফলে বহু জনপদ জলের তুলনায় চলে যায় ও মানুষ বিপর্যস্ত হয়|(৬) জলডুবি মানুষদের  সমস্যা দেখা যায়|(৭) পরিবেশে ও ব্যাপক
ক্ষতিসাধন ঘটে |






No comments

Theme images by centauria. Powered by Blogger.