বস্তুবাদের মূল বক্তব্য কী (Main theses of Realism)
বস্তুবাদের মূল বক্তব্য কী (Main theses of Realism)
যে সব মতবাদ জ্ঞেয় বস্তুর জ্ঞান ও নিরপেক্ষ মন- নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয় তাকে বস্তুবাদ বলে। বস্তুবাদ অনুযায়ী জ্ঞানের বিষয় কোন প্রকারের জ্ঞান এর উপর নির্ভরশীল নয়। কাজেই বস্তুর জ্ঞান নিরপেক্ষ আছে এবং বস্তু যেভাবে বাহেজ গতে অবস্থান করে সেইভাবেই ব্যক্তি জ্ঞানে ধরা পরে। সংক্ষেপে, বস্তুবাদ বস্তুবাদ বস্তুর জ্ঞান নিরপেক্ষ বা মন নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করে। এই যারা বিশ্বাস করেন তাদের বলা হয় বস্তুবাদী।
দর্শনের ইতিহাসে আমরা মূলত চার ধরনের বস্তুবাদ দেখতে পাই এগুলি হল (১) সরল বস্তুবাদ,(২) প্রতিরূপী বস্তুবাদ(৩) নব্যবব্তুবাদ(৪) সবিচারবাদ। তবে তবে বস্তুবাদী মত কে মূলত দুটি ভাগে ভাগ করা যায় যেমন সরল বাদ এবং প্রতিরূপী বাদ
অস্টিত্ত গুণ ও যাবতীয় ধর্ম আমাদের অনুসারে বস্তুর কতগুলি গুণের মন নিরপেক্ষ অস্তিত্ব অস্তিত্ব আছে কিন্তু সব গুণের একই রকম অস্তিত্ব থাকে না তাছাড়া সরল বস্তুবাদ অনুযায়ী আমরা সরাসরি ইন্দ্রিয় অনুভব বস্তুর জ্ঞান পেয়ে থাকি। অপরপক্ষে বস্তুবাদ অনুযায়ী আমরা সরাসরি ইন্দ্র অনুভব বস্তুর জ্ঞান পায় না। আমরা ইন্দ্র অনুভব যা পাই তা হলো বস্তুর প্রতি রূপ এবং এই প্রতিরূপ এর মাধ্যমে আমরা পরোক্ষ ভাবে বস্তুর জ্ঞান পেয়ে থাকি। কাজেই সরল বস্তুবাদ অনুযায়ী বস্তু জ্ঞান
No comments